প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়া হবে : আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল আজ শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং করেন। ছবি : প্রেস উইং
অন্তর্বর্তী সরকারে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, যত দ্রুত সম্ভব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়া হবে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, ‘পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর কাছে পাঠানো হবে। এরপর শিক্ষার্থী, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে পরামর্শসভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে।’
আসিফ নজরুল আরও বলেন, দেশের স্বার্থে সর্বোচ্চ পর্যায়ে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা করা হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়া হবে।