জয়পুরহাটে পৃথক ঘটনায় ২ নারীসহ তিন খুন
জয়পুরহাটে পৃথক ঘটনায় দুই নারীসহ তিনজন খুন হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়ে একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ সোমবার (২৭ মে) জেলা সদর ও আক্কেলপুর উপজেলায় এ ঘটনা ঘটে।
আক্কেলপুর উপজেলার হলহলিয়া গ্রামে সৌদিপ্রবাসী শাশুড়ির পাঠানো টাকা চেয়ে না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে স্ত্রী ও খালাশাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়েছে ঘরজামাই রুবেল হোসেন। এ ঘটনায় আহত শ্যালক নীরব হাসপাতালে ভর্তি। এ ঘটনায় নিহত দুই নারী হলেন মৌ আক্তার মিতু (২৪) ও তাঁর খালা আলেয়া বেগম (৬৪) ও ভাই নীরব।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রুবেল তাঁর স্ত্রী ও খালাশাশুড়িকে ছুরিকাঘাত করে। এ সময় শ্যালক নীরব তাঁর বোন ও খালাকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁকেও ছুরকাঘাতে আহত করেন রুবেল। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় খালাশাশুড়ি আলেয়া বেগম সেখানে মারা যান। আর গুরুত্ব আহত স্ত্রী মিতুকে সেখান থেকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার সময় পথে তাঁরও মৃত্যু হয়। আহতদের মধ্যে শ্যালক নীরব আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্ত্রী ও খালাশাশুড়িকে ছুরিকাঘাত করে রুবেল হোসেন পালিয়েছেন। পুলিশ তাঁকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাটের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে জয়পুরহাট সদরে চাকরির জন্য তদবিরের টাকা ফেরত না দেওয়ায় কাশিয়াবাড়ী এলাকায় বেধড়ক মারপিটে গুরুত্বর আহত তদবিরকারী আব্দুল মজিদ বুলু আজ দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর বাড়ি জেলার পাঁচবিবি উপজেলার বৃদ্দি গ্রামে।
এ ব্যাপারে সদর থানার ওসি হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, আব্দুল মজিদ বুলু চাকরি দেওয়ার নাম করে বেশ কিছুদিন আগে তাঁর ভাতিজি জামাই জয়পুরহাট সদর উপজেলার চকবরকত গ্রামের খায়রুল ইসলামের কাছ থেকে দেড় লাখ টাকা নেন। পরে চাকরি দিতে না পারায় চাচাশ্বশুর বুলুর কাছে ওই টাকা ফেরত চান।
এ নিয়ে গতকাল রোববার বিকেলে খায়রুলসহ তাঁর সহযোগীরা বুলুকে জয়পুরহাট শহরের কাশিয়াবাড়ী স্কুল এলাকায় ধরে নিয়ে গিয়ে মারপিট করে গুরুত্ব আহত করে ফেলে যান। এরপর আহত বুলুকে উদ্ধার করে জয়পুরহাটের জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয় স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তাঁর মৃত্যু হয়।