অধ্যক্ষের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে যুবলীগনেতার মামলা
ফেসবুকে হুমকি ও গালাগাল করার অভিযোগে ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আহমেদ শফিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন জেলা যুবলীগনেতা। এর আগে কোতোয়ালি মডেল থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
গতকাল বুধবার (৮ মে) দুপুরে জেলা সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন নাসিরাবাদ কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস), বর্তমান জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আখেরুল ঈমাম সোহাগ।
মামলার এজাহারে জানা যায়, কলেজের অধ্যক্ষ আহমেদ শফিক কলেজ পরিচালনায় ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ বাণিজ্য ও বিভিন্ন অজুহাতে কলেজের তহবিলের টাকা আত্মসাৎ করে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছেন মর্মে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, বর্তমান জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আখেরুল ঈমাম সোহাগ। এ নিয়ে কলেজের অধ্যক্ষ তাঁকে ফেসবুকে ‘ইতর’ ‘তোর জিভ টেনে ছিড়ে ফেলব’ ‘রাস্তার কুকুরের ঘেউ ঘেউ করার স্বভাব’ সহ তুই-তুকারি করে মানহানিকর ও হুমকিমূলক পোস্ট দেওয়ায় তাঁকে সামাজিকভাবে হেয় এবং মানসম্মান ক্ষুণ্ণ করা হয়েছে।
সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহা. বজলুর রহমান মোকদ্দমাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।
এ বিষয়ে অধ্যক্ষ আহমেদ শফিক বলেন, ‘মামলা হয়েছে শুনেছি। আমি কাউকে হুমকি দেইনি। আমি আমার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছি মাত্র।’
এর আগে গত ৩০ এপ্রিল নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আহমেদ শফিক এই যুবলীগনেতার বিরুদ্ধে কলেজ পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে তাঁকে (অধ্যক্ষ) গুলি করে হত্যার হুমকি দিয়েছেন এমন অভিযোগে কোতোয়ালি মডেল থানায় একটি জিডি করেন।
অধ্যক্ষের জিডির বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, জিডিটি তদন্তাধীন রয়েছে।