বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ল ৮ দোকান-ঘর
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে পড়েছে আটটি দোকান-ঘর। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ত্রিশ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। আজ সোমবার (৬ মে) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, উপজেলার বাইশারী বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুন মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। এ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বাজারের চারটি দোকান এবং পাশের চারটি বসতঘর। খবর পেয়ে ফায়ারের সার্ভিসের দুটি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পাশের কয়েকটি বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পুলিশের বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভন সাহা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক বলা মুশকিল। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকারিয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে শুকনো খাবার দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আর্থিক সহযোগিতাও দেওয়া হবে।