পানির উৎস দূরে থাকায় আগুনে পুড়ল ২৫ দোকান
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পানির উৎস দূরে হওয়ায় ফায়ার সার্ভিস চেষ্টা করেও কোনো দোকান রক্ষা করতে পারেনি। গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে জেলা শহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত প্রায় পৌনে ১২ দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাস্থল থেকে পানির উৎস দূরে হওয়ায় কোনো দোকান রক্ষা করা সম্ভব হয়নি। আগুন নেভাতেও বেশ বেগ পেতে হয়েছে।
মার্কেটটির মালিক গফুর তালুকদার জানান, মার্কেটটিতে কুলিং কর্নার, মোটর গাড়ির পার্টসের শো রুম, গ্রীল ওয়ার্কসপসহ ২৫টির মতো দোকান ছিলো। টিনশেডের মার্কেটটির সবকয়টি দোকান পুড়ে গেছে। দোকান মালিকরা তাদের পাঁচ থেকে ছয় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেন।
আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক জাকির হোসেন।