রানা প্লাজা ধসের ১১ বছর : নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে নিহত হন অন্তত এক হাজার ১৩৮ জন শ্রমিক। এ সময় আহত হন দুই হাজার ৪৩৮ জন। সেই রানা প্লাজা ট্রাজেডির ১১ বছরে মোমবাতি প্রজ্বালনের নিহত শ্রমিকদের স্মরণ করলেন তাদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় সাভারের রানা প্লাজার সামনে অবস্থিত অস্থায়ী বেদিতে এই মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়। এ সময় নিহতদের স্মরণে কিছু সময় নীরবতা পালন করা হয়। শ্রমিকদের পরিবার ও শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতের পাশাপাশি রানা প্লাজার ট্রাজেডির সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে আজ সমাবেশে নেতাকর্মীরা বক্তব্য রাখেন। তারা বলেন, রানা প্লাজা ট্রাজেডির ১১ বছরেও দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা হয়নি। আমাদের দাবি ২৪ এপ্রিলকে শোক দিবস ঘোষণা করতে হবে। পাশাপাশি হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ, সুচিকিৎসা, পুর্ণবাসন,স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং রানাসহ সব দায়ী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও নিরাপদ কর্মস্থল প্রদানের দাবি জানাই।