রাজধানীতে সিমেন্টবাহী গাড়ির ধাক্কায় নারী পোশাক শ্রমিক নিহত
রাজধানীর জিরো পয়েন্টে বাসে সিমেন্টবাহী গাড়ির ধাক্কায় আয়েশা আক্তার নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্বামী খায়রুল ইসলাম। আজ রোববার (২১ এপ্রিল) ভোরে এই দুর্ঘটনা ঘটে।
রোববার ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিহত আয়েশা পটুয়াখালী সদর উপজেলার চারবুনিয়া গ্রামের মোশারফ পেদার মেয়ে। স্বামী খাইরুলকে নিয়ে গাজীপুরের টঙ্গী চেরাগআলী এলাকায় থাকতেন তিনি।
বাচ্চু মিয়া জানান, আয়েশা ও তার স্বামী খাইরুল টঙ্গী চেরাগআলী এলাকায় একই গার্মেন্টসে চাকরি করতেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তারা। আগামীকাল সোমবার তাদের গার্মেন্টস চালু হওয়ার কথা থাকায় আজ ভোরে গ্রাম থেকে ঢাকায় ফেরেন। সদরঘাট থেকে আজমেরী গ্লোরি পরিবহন বাসে করে গাজীপুরের দিকে যাওয়ার সময় গুলিস্তান জিরো পয়েন্টে একটি সিমেন্টবোঝাই গাড়ি তাদের বাসটিতে ধাক্কা দেয়। এতে আয়েশা ও তার স্বামী খায়রুলসহ বাসের আরও কয়েকজন যাত্রী আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন।
বাচ্চু মিয়া বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।