ঝালকাঠির দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামের বাড়িতে ঈদ শেষে স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় যাচ্ছিলেন ইব্রাহিম হাওলাদার। আজ বুধবার (১৭ এপ্রিল) দুপুরে অটোরিকশায় করে ঝালকাঠি লঞ্চঘাটের উদ্দেশে রওনা হন তিনি।
গাবখান টোলপ্লাজায় এলে তাদের অটোরিকশাটি ট্রাকের চাপায় দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান স্ত্রী তাহমিনা বেগম (৩০) ও একমাত্র মেয়ে নুর জাহান (৭)। গুরুতর আহত অবস্থায় ইব্রাহিম (৩৩), তাঁর মা শেফালী বেগম (৫০), ভাই ইয়াসিন (৩০) ও রফিকুল ইসলামকে (২৮) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ইব্রাহিমের ভাই সাব্বির হোসেন জানান, ২৮ রমজান ঢাকা থেকে গ্রামের বাড়িতে ঈদ করতে আসেন তাঁর ভাই ইব্রাহিম ও পরিবারের লোকজন। বাড়িতে ঈদ শেষে ঢাকায় যাওয়ার জন্য ঝালকাঠি লঞ্চঘাটের উদ্দেশে ভাবি ও ভাতিজি এবং আমার মা ও ভাইদের নিয়ে অটোরিকশায় করে যাচ্ছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় ভাবি ও ভাইয়ের মেয়ের মৃত্যু হয়। অন্যরা সবাই গুরুতর আহত হন।
নিহত তাহমিনার জা মুনিয়া আক্তার বলেন, ‘আমাদের পরিবারের দুজনের মৃত্যুতে সবাই শোকাহত। এখন পর্যন্ত পুলিশ মরদেহ হস্তান্তর করেনি।’
কাঁঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদ হোসেন রিপন বলেন, মা ও মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। তাদের মরদেহ নিয়ে এলে পারিবারিক কবরস্থানে দাফন করার প্রস্তুতি চলছে।