খালেদা জিয়ার পাশে পরিবারের কেউ নেই : চিফ হুইপ
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার ঘরে বসে তাঁর ছেলে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছে। ২১ আগস্টের ষড়যন্ত্র করেছে। সেদিন বাংলাদেশে কিন্তু কোনো বিচার হয়নি। ওপরে আল্লাহ আছে, তাই সবার বিচারই কিন্তু হয়ে গেছে। আজকে কি করুণ অবস্থা খালেদা জিয়ার। শেখ হাসিনার দয়ায় তিনি চিকিৎসা নিচ্ছেন। পাশে ছেলে, ছেলের বউ বা পরিবারের কেউ নেই। রক্ত কখনও তাদের ক্ষমা করে না। যাদের হাতে রক্ত লেগেছে, তাদের সবারই বিচার আল্লাহ করেছেন।
আজ শনিবার (৭ এপ্রিল) সকালে মাদারীপুরের শিবচর ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে আত্মকর্মস্থান সৃষ্ঠির লক্ষ্যে নারীদের ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এসব কথা বলেন।
নূর-ই-আলম বলেন, ‘অহংকার, টাকার গরম বেশিদিন থাকে না। ক্ষমতার গরমও বেশিদিন থাকে না। আমরা যদি মানুষের জন্য কাজ করতে পারি, সেটাই মানুষ মনে রাখবে। এটাই আমাদের আদর্শ, এটাই আমাদের পরিকল্পনা।’
এ সময় জিওবি অর্থায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের বাস্তবায়নে ‘হার পাওয়ার প্রকল্পের প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার ২৫ জন প্রশিক্ষণার্থী নারীদের ল্যাপটপ বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার, ভাইস চেয়ারম্যান বি এম আতাউর রহমান আতাহার, ফাহিমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।