রোহিঙ্গাদের জন্য পাসপোর্ট তৈরির অপরাধে কুমিল্লায় গ্রেপ্তার ৩
কুমিল্লায় রোহিঙ্গা নাগরিকের ভুয়া পাসপোর্ট তৈরিতে সহায়তাকারী তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ও কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৪টি পাসপোর্টসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।
আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া।
ওসি রাজেশ বড়ুয়া আরও বলেন, গেল ১৬ ফেব্রুয়ারি ইয়াছিন নামে এক রোহিঙ্গা নাগরিক পাসপোর্ট করতে এসে গ্রেপ্তার হয়। পরে তার দেওয়া তথ্যমতে রোহিঙ্গাদের জন্য পাসপোর্ট তৈরিতে সহয়তাকারী মুরাদনগর উপজেলার ব্রাহ্মণচাপিতলা এলাকার মো. ফয়সাল মিয়া (২৮), সদর উপজেলার আড়াইওড়া ভোলানগর এলাকার মো. মোশারফ হোসেন (৪২) ও মুরাদনগর উপজেলার বাখরনগর এলাকার মো. শরিফুল ইসলাম শরিফ (২২) কে গ্রেপ্তার করা হয়। এ সময় একজন পালিয়ে যান। তাকেও গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারদের আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।