রাঙামাটিতে লরির ধাক্কায় অটোরিকশা খাদে, নিহত ৩

রাঙামাটিতে সড়ক সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের লরির ধাক্কায় সিএনজিচালিত একটি অটোরিকশাসহ লরিটি পাহাড়ের খাদে পড়ে অন্তত তিনজন নিহত ও দুজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জাতীয়তাবাদী কৃষকদলের রাঙামাটি জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মো. হানিফ (৪৫), আমির হোসেন ও অজ্ঞাত একজন। আহত দুজন হলেন–সৈকত চাকমা ও সিএনজিচালক মো. নুরুল আমিন। লরির চালক ও হেলপার তাৎক্ষণিক পালিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয় জানয়, চট্টগ্রামগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে ওভারটেক করতে গিয়ে পেছন থেকে আঘাত করে লরিটি। পরে লরিসহ অটোরিকশাটি খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। একজনকে চট্টগ্রামে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করে বলেন, ‘হতাহতদের হাসপাতালে আনার পর তিনজনকে মৃত ঘোষণা করা হয়। আহত একজন চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য আহত নুরুল আমিনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।’
জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, সকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে একটি লরি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে গাড়ি দুটি ৪০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়। ঘটনা তদন্ত করে অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে।