ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাভার্ড ভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। গতকাল রোববার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টা ২০ মিনিটে বাসাইল উপজেলার করাতী পাড়ার গুল্লা এলাকার ফোর ব্রাদার্স ফিলিং পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা সবাই প্রাইভেটকারের ভেতরে ছিল। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স ইন্সপেক্টর রবিউল আওয়াল।
রবিউল আওয়াল জানান, করাতীপাডা পাম্পের সামনে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় প্রাইভেটকার। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। পরে নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার করেছে। পরে তদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।’
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন বলেন, ‘ঘটনাস্থলেই প্রাইভেটকারের ভেতরে থাকা দুজন মারা গেছে। আহত অবস্থায় আরও তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’