গোপালগঞ্জে ৬ ইটভাটায় অভিযান, ২৩ লাখ টাকা জরিমানা
গোপালগঞ্জে ছয়টি অনুমোদনহীন ইটভাটা মালিককে ২৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভেকু দিয়ে ইটভাটাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
আজ বুধবার (১৭ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের কেকানিয়া ও চরপুকুরিয়া গ্রামের ৬টি ইটভাটায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালায়। গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় অভিযান চালানো হয়।
অভিযান চালানো ইটভাটাগুলো হলো, কেকানিয়া গ্রামের মেসার্স লাল পরী ব্রিকস, মেসার্স আর আর বি ব্রিকস, মেসার্স এস কে বি ব্রিকস এবং চরপুকুরিয়া গ্রামের মেসার্স পাভেল ব্রিকস, মেসার্স মেঘনা ব্রিকস ও মেসার্স স্টার ব্রিকস।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার রন্টি পোদ্দার জানান, অনুমোদন ছাড়া ও সনাতন পদ্ধতিতে বিভিন্ন ইটভাটা মালিক দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছে। তাদের একাধিকবার নোটিশ করা হলেও তারা অনুমোদন ছাড়াই ব্যবসা চালিয়ে যাচ্ছিল। বুধবার নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সদর উপজেলার কেকানিয়া ও চরপুকুরিয়া এলাকার লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনার কারণে ৬টি ইটভাটা মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন আইন) ২০১৩ সংশোধিত ২০১৯ ধারায় ২৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ইটভাটাগুলোকে ভেঙে দেওয়া হয়। পরে এসব ইটভাটার মালিক জরিমানার ২৩ লাখ টাকা রশিদের মাধ্যমে নগদ প্রদান করেন।
অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমান, প্রসিকিউটর মনিরুজ্জামান শেখ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার নাজমুল ইসলাম ও আনসার ব্যাটালিয়ান সদস্যরা উপস্থিত ছিলেন।