কম দামে গরু বিক্রি না করায় যুবককে কুপিয়ে জখম, আটক ২
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কম মূল্যে গরু বিক্রি না করায় আকাশ মণ্ডল নামে এক যুবককে কুপিয়ে জখম, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার বাসাইল ইউনিয়নের ব্রজেরহাটি গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় একই গ্রামের মিশু মিয়া ও কালাম নামে দুজনকে আটক করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, আকাশ মণ্ডল তার পালিত গরু বিক্রি করতে চাইলে ব্রজেরহাটি গ্রামের মিশু মিয়া ও কালাম কম দাম বললে তিনি অন্যত্র গরুটি বেশি দামে বিক্র করেন। এ কারণে আজ বেলা সাড়ে ১১টার দিকে মিশু ও কালাম অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজন মিলে আকাশ মণ্ডলের বাড়িতে গিয়ে হামলা করেন। বাড়িঘর ভাঙচুর করে আলমারি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেন। এ সময় আকাশ ও তাঁর মা বাধা দিতে গেলে তারা আকাশ মণ্ডলকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তাঁদের চিৎকারে শুনে স্থানীয়রা এগিয়ে এসে আকাশ মণ্ডলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় মিডফোর্ট হাসপাতালে পাঠান।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে সেখানে অফিসার পাঠিয়ে অভিযুক্ত দুই আসামিকে থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে। আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে।