ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে বিস্ফোরণ
রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। এতে হতাহতের তথ্য জানা যায়নি।
জানা গেছে, জাতীয় পার্টির ঢাকা-৬ আসনের প্রার্থী কাজী ফিরোজ রশীদ মনোনয়ন জমা দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় হঠাৎই বিভাগীয় কমিশনার কার্যালয়ের গ্যারেজের ওপর থাকা কড়ইগাছের পাশে পরপর চারটি ককটেল বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে উপস্থিত হয়। তবে তাৎক্ষণিক কেউ এ বিষয়ে মন্তব্য করেননি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন বলেও জানা যায়নি। বিভিন্নসূত্রের ধারণা, ককটেলটা বাইরে থেকে ছোড়া হয়েছে।
পরে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা অঞ্চলের অতিরিক্ত কমিশনার আখতারুল ইসলাম বলেন, ‘তিনটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’