আল্লাহর মাইর দুনিয়ার বাইর, খালেদা জিয়া প্রসঙ্গে শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া বলেছিলেন–আওয়ামী লীগ একশ বছরেও ক্ষমতায় যেতে পারবে না, আর তিনি প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধীদলীয় নেতাও হতে পারবেন না। এখন সেই খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। ‘আল্লাহ মাইর, দুনিয়ার বাইর’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এখন তিনি (খালেদা জিয়া) না প্রধানমন্ত্রী, না বিরোধীদলীয় নেত্রী—কিছুই হতে পারেননি। কিন্তু, দুর্নীতির মামলায় আসামি, সাজাপ্রাপ্ত।’
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে আজ শনিবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর কাওলায় সিভিল এভিয়েশন মাঠে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘তার (খালেদা জিয়া) বড় বোন এবং ভাই, বোনের জামাই, সব আমার সঙ্গে দেখা করতে গণভবনে আসে। কান্নাকাটি করে। আমি সরকারপ্রধান হিসেবে আমার যেটুকু ক্ষমতা, যদিও সে আমাকে হত্যার জন্য গ্রেনেড হামলা, কোটালিপাড়ায় বোমা পুঁতে রাখা এবং বারবার হামলা করেছে। কারণ, সে এক-একটা বক্তৃতা দিয়েছে, আর আমার ওপর হামলা হয়েছে। আল্লাহ আমাকে রক্ষা করেছে, আমার নেতাকর্মীরা জীবন দিয়ে আমাকে রক্ষা করেছে। যখনই তার বোন এসে কান্নাকাটি করল, আমি, সত্যি কথা বলতে কী, তার সাজা স্থগিত রেখে তাকে বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছি। চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে অনশন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রশ্ন, ‘তারা কয়টা থেকে অনশন শুরু করেছে? আর বাসায় কী দিয়ে নাস্তাটা করে এসেছে? আর বাড়ি গিয়ে কী দিয়ে ভাত খাবে? তো কয় ঘণ্টার অনশন? নাটক করারও একটা সীমা থাকে। এই নাটকই করে যাচ্ছে তারা।’
বিএনপির নেতাদের কাছে প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, ‘আচ্ছা, তার (তারেক রহমান) মা এতো অসুস্থ, আপনারাও অনশন করেন, তা ছেলে কেন মাকে দেখতে আসে না? এরা কেমন ছেলে? সেটাই আমার প্রশ্ন যে, মা এতো অসুস্থ, মরে মরে, সে না কি যখন তখন মরে যাবে। হ্যাঁ, বয়সও হয়েছে আর অসুস্থও বটে। তো, মাকে দেখতে আসে না কেন? আমি তো বলব যে, মাকে দেখতে আসুক।’
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।