টিভি চ্যানেলে লাইভ চলাকালে হামলা, সাংবাদিকসহ আহত ১৫
একটি বেসরকারি টিভি চ্যানেলের ‘ইলেকশন এক্সপ্রেস' লাইভ সম্প্রচারকালে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মৎস্যজীবী লীগনেতা আলহাজ রেদওয়ান খান বোরহানের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল ১০টায় সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৮৫নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
এ সময় দুই সাংবাদিকসহ অন্তত ১৫ নেতাকর্মী আহত হন। নির্বাচনী গণসংযোগের ব্যবহৃত চারটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন আলহাজ মো. রেদওয়ান খান বোরহান।
হামলায় আহত সাংবাদিক গাজী মো. মহসিন এবং স্থানীয় আওয়ামী লীগনেতা মফিজ পাটোয়ারী সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার হিমেল মাহবুব বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। তাই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে বিশেষ আয়োজন ‘ইলেকশন এক্সপ্রেস’ চলছে। এর আগেও নিয়ে আমরা কয়েকটি অনুষ্ঠান করেছি। তারই ধারাবাহিকতায় আজ সকাল ১০টায় চাঁদপুর-৩ আসনের সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে একটি প্রাইমারি স্কুল মাঠে ডিবিসি ইলেকশন এক্সপ্রেস লাইভ অনুষ্ঠান চলছিল। হঠাত অস্ত্র নিয়ে ৫০-৬০ জন দুর্বৃত্ত হামলা চালায়।”
এ বিষয়ে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আলহাজ মো. রেদওয়ান খান বোরহান বলেন, “আজকে ‘ইলেকশন এক্সপ্রেস’ নামের একটি লাইভ অনুষ্ঠান ছিল আমাকে নিয়ে। অনুষ্ঠানটি চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়নে একটি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। আমি ওই স্কুলের একজন দাতা সদস্য। লাইভ অনুষ্ঠান চলাকালে চেয়ারম্যান বালুখেকো সেলিম খানের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।”
এ হামলার ঘটনায় বিকেলে সংবাদ সম্মেলন করেছেন রেদওয়ান আহমেদ খান বোরহান।
ঘটনার সত্যতা প্রসঙ্গে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান বলেন, ওই সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে একটু হট্টগোল হয়েছে।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসীন আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।