সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রীসহ দুই এনজিওকর্মীর
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই এনজিওকর্মী ও এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ও গতকাল রাতে এই পৃথক দুর্ঘটনা ঘটে।
আজ দুপরে ধনবাড়ি উপজেলার দড়িরামপুর এলাকায় কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে দুজন নিহত হয়। নিহতরা হলেন পাবনা জেলার ভাঙ্গুরার মোহাম্মদ মোতালেব হোসেন ও ধনবাড়ি উপজেলার হাতিবান্ধা গ্রামের জাহিদ হাসান। তাঁরা বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকায় কর্মরত ছিলেন।
ধনবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিস মিয়া জানান, ঢাকা থেকে জামালপুরগামী একটি কাভার্ডভ্যান ঘটনাস্থলে পৌঁছালে সেটির চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
এদিকে টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় মুনিয়া মুক্তি (২১) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। তিনি পাশের সখিপুর উপজেলার গজারিয়া গ্রামের মজিবুর রহমানের মেয়ে। গতকাল রাতে বাসাইল উপজেলার বাসুলিয়া নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, মুনিয়া মুক্তি করটিয়া সাদত বিশ্ববিদ্যালয় কলেজে ক্যামেস্টি বিষয়ে অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি বাড়ি থেকে সন্ধ্যায় মোটরসাইকেলযোগে কলেজের হোস্টেলে যাওয়ার পথে বাসুলিয়া নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দেয়। তখন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে আনুমানিক রাত ১০টায় মির্জাপুরের গোড়াই নামক স্থানে পৌঁছালে তাঁর মৃত্যু হয়।
মুনিয়া মুক্তির এ অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।