সাজেকে অপহৃত ঢাবির সেই শিক্ষার্থী উদ্ধার
রাঙামাটির সাজেকে অপহৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী দ্বীপিতা চাকমাকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৭টার দিকে সাজেকের দাঁড়িপাড়া বুনো আদম থেকে তাঁকে উদ্ধার করা হয়। দ্বীপিতা সম্পূর্ণ সুস্থ আছেন বলে দাবি পুলিশের।
বন্ধুদের সঙ্গে সাজেক বেড়াতে যাওয়ার পথে অপহৃত হন ঢাবির লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী দ্বীপিতা। আজ দুপুর ১টার দিকে দীঘিনালা-সাজেক সড়কের শিজকছড়ার সার্জেন্ট কামাল চত্বর এলাকা থেকে অস্ত্রধারীরা তাকে অপহরণ করে। সেসময় অপহরণের পর সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল আউয়াল জানিয়েছিলেন, দ্বীপিতাকে উদ্ধারের কাজ শুরু হয়েছে।এরপর রাতে জানা গেছে, তাঁকে সন্ধ্যা ৭টার দিকে উদ্ধার করা হয়েছে।
রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাজেক ইউনিয়নের দাড়িপাড়া বুনো আদাম এলাকা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে সাজেক থানা পুলিশ। বর্তমানে ওই শিক্ষার্থী পুলিশ হেফাজতে রয়েছেন।'