স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে হবে : মোস্তফা জব্বার

স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। আজ মঙ্গলবার (১১ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
মোস্তাফা জব্বার বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ অর্জনের ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে হবে। ডিজিটাল সংযুক্তির পথ বেয়েই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। ডিজিটাল সংযুক্তির মহাসড়ক নির্মাণে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওপর অর্পিত দায়িত্ব পালনের সক্ষমতা সামনের দিনগুলোতে আরও সুদৃঢ় করতে হবে।’
মন্ত্রী বলেন, ‘মানুষ কাজ না করলে কোনো কর্ম সম্পাদন হবে না। সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে, পশ্চাৎপদ দেশে থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা। আমরা প্রযুক্তির মহাসড়ক তৈরি করি। সে দিক থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মানুষের প্রয়োজনে ও কল্যাণে প্রযুক্তি ব্যবহার করব। মানুষকে বাদ দিয়ে প্রযুক্তি নয়।’
চতুর্থ শিল্প বিপ্লব আলোচিত একটি বিষয় জানিয়ে মোস্তফা জব্বার বলেন, ‘মানুষের ঘাটতির কারণে ইউরোপ প্রযুক্তিকে মানুষের বিকল্প ভেবেছিল। কিন্তু, মানুষের বিকল্প কোনো প্রযুক্তি হতে পারে না। জাপান মানুষ ও প্রযুক্তির সমন্বয়ে সোসাইটি ফাইভ পয়েন্ট জিরো বা পঞ্চম শিল্প বিপ্লবের ধারণা নিয়ে কাজ করছে।’