নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবককে গলাকেটে হত্যা

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে যুবকের মরদেহ। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জের ফতুল্লায় নয়ন সিকদার (২৪) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ জুলাই) রাতে বোয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার জালাল সিকদারের ছেলে ও পেশায় হোসিয়ারি শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাঠের মধ্যে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এর আগে কয়েকজন যুবককে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন তারা।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।