আইভীর শাস্তি হবে ২২ তারিখের পরে!

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জিতলে আওয়ামী লীগদলীয় মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে শাস্তি দেবেন দলের সংসদ সদস্য শামীম ওসমান। তবে সেই শাস্তিটা খুব মজার। ‘বড় ভাই’ শামীম ওসমানকে প্রচুর পরিমাণে আইসক্রিম খাওয়াতে হবে আইভীকে।
আজ শুক্রবার বেলা ৩টায় নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন পরিষদের নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শামীম ওসমান এই শাস্তির কথা জানান।
সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে তাঁর দ্বন্দ্ব ও বিভিন্ন সময় পাল্টাপাল্টি বাক্যবাণের কথা তুলে ধরেন এবং এ ব্যাপারে তাঁর বক্তব্য জানতে চান।
জবাবে শামীম ওসমান বলেন, ‘আমি কি বলি নাই? ও কি আমাকে একলা কথা বলে কষ্ট দিয়েছে? আমার কথাতেও সে কষ্ট পেয়েছে। যদি ও একটুখানি ভুল করে, আমি বেশি ভুল করেছি। কারণ আমি ওর বড় ভাই। আমি ওর বড় ভাই। আর রাজনীতি করতে গেলে মন অনেক বড় করতে হয়। আকাশের মতো বড়। আমরা শেখ হাসিনার পায়ের নখের যোগ্য না। বাট একটা জিনিস ওনার কাছে শিখেছি, ধৈর্য্য ধরতে হয়। আল্লাহ ধৈর্যধারীকে পছন্দ করেন। যে ক্ষমা করতে পারে আল্লাহ তাঁকে বেশি পছন্দ করেন। আইভীর প্রতি আমার কোনো রাগ, দুঃখ কিচ্ছু নাই। বিকজ শি ইজ মাই ইয়ংগার সিস্টার।’
এ সময় শামীম ওসমান মজা করে বলেন, ‘আইভীর শাস্তি হবে ২২ (ডিসেম্বর) তারিখের পরে। জয়লাভ করার পর নেত্রীর কাছে যাব, আপনাদেরও বাইরে রাখব। চিন্তা কইরেন না। আমি আইসক্রিম খেতে পছন্দ করি। ওকে ফাইন করব। এবং বলব আমাকে প্রচুর পরিমাণ আইসক্রিম খাওয়াও। বিকজ আই লাভ আইসক্রিম। আমাকে ওকে আইসক্রিম খাওয়াতে হবে। আমার এমনি সব কিছু ঠিকঠাক হয়েছে।’
আইভীকে নিজের ছোট বোন উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘ভাইবোন ছিলাম। ভাইবোন আছি। আমরা আওয়ামী লীগের পরিবার। আমরা সবাই একে অপরের ভাই। আর আমাদের মা হচ্ছে, আদর্শের মা শেখ হাসিনা। এখানে কোনো বিভেদ নাই। এক পরিবারে তিনটা ভাই থাকলে দ্বন্দ্ব-বিভেদ হয়। আর শেখ হাসিনার পরিবার তো ছোট্ট পরিবার না। দুই কোটি কর্মীর পরিবার হচ্ছে শেখ হাসিনার পরিবার। এখানে তো ঝগড়া-ঝাঁটি, খারাপ কথা বলা, রাগ করা, অভিমান করা হতেই পারে। তবে সেটা ক্ষুদ্র স্বার্থের জন্য আমরা বৃহত্তর স্বার্থ ত্যাগ করব না। তাই আমি আশা করি আমরা সব কিছু ওভারকাম করে নৌকা অবশ্যই জয়লাভ করবে।’
আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগদলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।