ডুমুরিয়ায় পিস্তল, গুলিসহ যুবক আটক

খুলনা জেলার ডুমুরিয়া থানা এলাকায় বিদেশি পিস্তল, দুটি গুলি ও বিদেশি হ্যান্ডকাফসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়। ওই যুবকের নাম আবদুল গাফফার হাওলাদার। তার বাড়ি ঝালকাঠি জেলায়।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, নিজেকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে এলাকা থেকে চাঁদা আদায় করছিল ওই যুবক। খবর পেয়ে পুলিশ থুকড়া বাজার থেকে তাকে আটক করে। ওই সময় যুবকের কাছে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, পিস্তলের ম্যাগাজিন ও এক জোড়া বিদেশি হ্যান্ডকাফ উদ্ধার করে পুলিশ। তাকে আটক করে ডুমুরিয়া থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।
ফেনসিডিল উদ্ধার
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মুখপাত্র শেখ মনিরুজ্জামান জানান, বেলা সাড়ে ১১টার দিকে খানজাহান আলী থানা পুলিশ চেকপোস্টে একটি গাড়ি থেকে ২৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় পুলিশ সুজন কবির ও আজিজুল ইসলাম নামের দুই যুবককে আটক করে।