দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই : ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
আজ মঙ্গলবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে নারায়ণগঞ্জের নেতাদের সাক্ষাৎ শেষে ওবায়দুল কাদের এ কথা বলেন।
এর আগে সন্ধ্যায় গণভবনে যান মেয়র সেলিনা হায়াৎ আইভী, শামীম ওসমানসহ নারায়ণগঞ্জের কয়েকজন শীর্ষ নেতা। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। মূলত ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেয়র সেলিনা হায়াৎ আইভীর পক্ষে সবাইকে কাজ করার জন্য গণভবনে ডাকেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল হওয়ায় দ্বন্দ্ব-বিভেদ থাকতেই পারে। তবে নির্বাচনে নৌকার বিজয়ে সবাই এক হয়ে কাজ করবে।’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘আওয়ামী লীগ একটি বিশাল পরিবার। এখানে ভাইবোনে বিরোধ হয়। কিন্তু যেখানে ইলেকশনে বিজয়ী হওয়ার চ্যালেঞ্জ, সেখানে তাঁরা এক। এখানে কোনো দ্বিধা নেই, এখানে কোনো দ্বিমত নেই। আমরা যাকে মনোনয়ন দিয়েছি, সেই মনোনয়নের পক্ষে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সবাই এক পরিবার হয়ে, ঐক্যবদ্ধ হয়ে তাঁরা কাজ করবে—নির্বাচনে নৌকাকে বিজয়ী করার জন্য।’