টাঙ্গাইলে সংঘর্ষে কিশোর নিহত, আহত ২০

টাঙ্গাইলের দেলদুয়ারে একটি মসজিদের সম্পত্তি নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : এনটিভি
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় একটি মসজিদের সম্পত্তি নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১২ জনকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গজিয়াবাড়ী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া জানান, স্থানীয় একটি মসজিদের জায়গা-জমি নিয়ে গজিয়াবাড়ী গ্রামবাসীর সাথে পাশের হিঙ্গানগর চরপাড়া গ্রামের লোকজনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে আজ বুধবার সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মোশারফ মিয়া (১৬) নামের এক কিশোর নিহত হয়। এতে আহত হয় আরো ২০ জন।
নিহত মোশারফের লাশ ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।