ব্যাংকে এক কোটি ৬০ লাখ টাকার ভুয়া টিটি, গ্রেপ্তার ১

খুলনায় অগ্রণী ব্যাংকে ভুয়া টিটির মাধ্যমে এক কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। এই ঘটনায় ব্যাংকের সিবিএর এক নেতা জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আশিকুর রহমান সবুজ। খুলনা নগরে তাঁর মেসার্স সবুজ ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান রয়েছে।
খুলনায় অগ্রণী ব্যাংকের স্যার ইকবাল রোড শাখার উপমহাব্যবস্থাপক মনিরুল ইসলাম জানান, আজ মঙ্গলবার তাঁদের ব্যাংকে গ্রাহক মেসার্স সবুজ ট্রেডিং প্রতিষ্ঠানের হিসাবে কুমিল্লার লাকসাম শাখা থেকে এক কোটি ৬০ লাখ টাকার টিটি আসে। টিটি গ্রাহকের হিসাবে জমা হওয়ার আগেই গ্রাহক আশিকুর রহমান সবুজ ব্যাংকে টাকা উত্তোলনের জন্য আসেন। এই সময় ব্যাংক কর্তৃপক্ষের টিটি নিয়ে সন্দেহ হলে তারা কুমিল্লার লাকসাম শাখায় টেলিফোন করে টিটির বিষয় নিশ্চিত হতে চায়। কুমিল্লা লাকসাম শাখা এই ধরনের কোনো টিটি ইস্যু করেনি বলে জানায়। এরপর ব্যাংক গ্রাহক আশিকুর রহমান সবুজকে পুলিশে সোপর্দ করে ব্যাংক কর্তৃপক্ষ।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, ব্যাংকের উপমহাব্যবস্থাপক মনিরুল ইসলাম বাদী হয়ে একটি এজাহার দিয়েছেন। সেই এজাহারে এক কোটি ৬০ লাখ টাকার ভুয়া টিটির কথা বলা হয়েছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, ভুয়া টিটি আনয়নকারী সবুজ ট্রেডিংয়ের ব্যাংকে হিসাব খোলার সময় শনাক্তকারী ছিলেন এই ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক অরুণ কুমার দেবনাথ।
এ ব্যাপারে অরুণ কুমার দেবনাথের সাথে যোগাযোগ করলে তিনি এই হিসাবের শনাক্তকারী থাকার কথা স্বীকার করেন। বলেন, ব্যাংকের পাশেই এই সবুজ ট্রেডিং। তাই তিনি শনাক্তকারী হয়েছেন।
এদিকে ব্যাংকের একটি সূত্রে জানা গেছে, ভুয়া টিটির গ্রাহক আশিকুর রহমান সবুজকে থানা থেকে ছাড়িয়ে আনতে সিবিএর এক নেতা জোর তদবির করছেন। তিনি ঘটনাটি থানা পুলিশ না করে সমঝোতার চেষ্টাও করে ছিলেন।
খুলনার স্যার ইকবাল রোড শাখা অগ্রণী ব্যাংকে এর আগেও একই প্রক্রিয়ায় আট কোটি টাকা আত্মসাৎ করা হয়েছিল। সেই ঘটনায় পর তৎকালীন সিবিএ নেতাসহ অনেকে বরখাস্ত হয়ে পরে আবার চাকরি ফেরত পান। সেই একই চক্র এবারও এক কোটি ৬০ লাখ টাকার ভুয়া টিটির জোগান দিয়েছে বলে জানা গেছে।