চালকদের দক্ষতায় সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব : ইলিয়াস কাঞ্চন

‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, গাড়িচালকদের দক্ষতা ও একটু খানি সচেতনতায় সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সেই সাথে পথচারী ও সাধারণ মানুষকেও এ বিষয়ে আরো সচেতন হতে হবে।
সড়ক দুর্ঘটনা রোধে আজ রোববার দুপুরে জয়পুরহাট জেলা পরিষদ মিলনায়তনে সাসটেইনেবল রুরাল ইনফ্রাসট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, এলজিইডি ও নিসচার যৌথ আয়োজনে অনুষ্ঠিত গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক এক প্রশিক্ষণ কর্মশালায় ইলিয়াস কাঞ্চন এ কথা বলেন।
ওই কর্মশালায় বক্তব্য দেন জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী নাঈমা নাজনীন নাজ, জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ মোফাখখারুল ইসলাম, বগুড়া অঞ্চলের এলজিইডির উপপ্রকল্প পরিচালক তৌফিক হাসান, জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার, নিসচার জেলা আহ্বায়ক মোল্লা শামসুল আলম প্রমুখ।
ওই প্রশিক্ষণ কর্মশালায় জেলার ১৫০ জন পেশাদার গাড়িচালক অংশ নেন।
এর আগে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরের জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।