৯ দিন পর সুন্দরবনে ডুবে যাওয়া কার্গো উদ্ধারে কাজ শুরু

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মরা ভোলা নদীতে সার বোঝাই কার্গো জাহাজ এমভি জাবালে নূরের তলা ফেটে ডুবে যাওয়ার ৯ দিন পর এটি উদ্ধারের কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে উদ্ধার তৎপরতা শুরু করেছে কার্গোটির মালিকপক্ষ।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মালিক মেসার্স আল এহসান শিপিং লাইনসের ভাড়া করা উদ্ধারকারী নৌযান ঘটনাস্থলে পৌঁছায়। ডুবন্ত কার্গোটিকে ওই এলাকা থেকে সরিয়ে নিতে অন্তত ৭ থেকে ১০ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে মালিকপক্ষ।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কামাল উদ্দিন আহমেদ জানান, মালিকপক্ষ কার্গোটি উদ্ধার ও মেরামতের কাজ শুরু করেছে। কার্গোর তলার ফেটে যাওয়া অংশে ওয়েলডিং করে এটিকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। অন্যথায় অপর দুটি কার্গোর সাথে ভাসিয়ে উদ্ধার করা হবে।
এদিকে পূর্ব সুন্দবনের বিভাগীয় কর্মকর্তা আমির হোসাইন চৌধুরী জানান, পূর্ব সুন্দরবন বিভাগের ও পরিবেশ-বন মন্ত্রণালয়ের গঠিত আলাদা তদন্ত কমিটির কাজ প্রায় শেষ পর্যায়ে, আগামী সপ্তাহে চূড়ান্ত প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হবে।
গত ৫ মে মংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকা থেকে সার বোঝাই করে সিরাজগঞ্জের বাঘাবাড়ির উদ্দেশে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়ে সুন্দরবনের মরাভোলা নদীতে ডুবে যায় এম ভি জাবালে নূর নামক এই কার্গো জাহাজটি।