বৈধ কাগজপত্র না থাকায় আটক ভারতীয়কে ফেরত দিল বিজিবি

বৈধ কাগজপত্র না থাকায় বাংলাদেশে আটক এক ভারতীয় নাগরিককে ভারতে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বেলা ১১টার দিকে হিলি চেকপোস্ট দিয়ে তাঁকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়।
ভারতীয় ওই নাগরিকের নাম সূত্রধর পাটেল (২৭)। গত রোববার তাঁকে জয়পুরহাটের পাঁচবিবির ননিয়াপাড়া এলাকা থেকে আটক করা হয়েছিল।
হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল জব্বার জানান, আটক ভারতীয় নাগরিক গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে ভারতে যাওয়ার জন্য ময়মনসিংহ থেকে পাঁচবিবির ননিয়াপাড়া এলাকায় যায়। এ সময় সন্দেহ হলে আটাপাড়া বিওপি ক্যাম্পের সদস্যরা তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দেন। পরে বিষয়টি বিএসএফকে জানানো হলে তারা সূত্রধর পাটেলের পরিচয় নিশ্চিত হয়ে তাঁকে ফেরত দেওয়ার অনুরোধ জানান। আবেদনের পরিপ্রেক্ষিতে আজ তাঁকে হিলি চেকপোস্ট দিয়ে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুল জব্বার বলেন, সীমান্তে সৌহার্দ বজায় রাখতে বিজিবি ও বিএসএফের ঊধ্বর্তন কর্তৃপক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে তাঁকে হস্তান্তর করা হয়েছে। তা ছাড়া আটক ভারতীয় নাগরিকের কাছে অবৈধ কিছু পাওয়া যায়নি।
আটক পাটেল জানান, তিনি গত আড়াই মাস আগে হিলি সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করে ময়মনসিংহ শহরে বোনের বাড়িতে যান। সেখানে তিনি শ্রমিক হিসেবে কাজ করতেন। ভারতে ফেরার পথে বিজিবি তাঁকে আটক করে বলে জানান তিনি।
পাটেল ভারতের বিহারের বেগুছড়া জেলার শাহেপুরজামাল থানার শামাস্তিপুর গ্রামের কিসকো পাটেলের ছেলে।