কার্যকরী সমাধানে আশাবাদী ভারত : পঙ্কজ শরন

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরন বলেছেন, তিস্তা চুক্তিসহ দ্বিপক্ষীয় অন্যান্য বিষয়ে আরো কার্যকর সমাধানে পৌঁছাতে আশাবাদী ভারত। আজ সোমবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, ‘বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সমস্যা একই ধরনের। তাই আমাদের একসঙ্গে এসব সমাধানের পথ খুঁজতে হবে।’ বাংলাদেশ-ভারত সম্পর্কে উন্নয়নে গুরুত্বপর্ণ অবদানের জন্য পঙ্কজ শরনকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।urgentPhoto
হাইকমিশনার পঙ্কজ শরন বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন নতুন অধ্যায়ে উপনীত হয়েছে। দুই দেশের সম্পর্ক শুধু সরকারের ওপর নির্ভরশীল নয়। এ সম্পর্ক দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক।’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ার অন্যতম সুন্দর এই বিশ্ববিদ্যালয়টি জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।’ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণামূলক পারস্পরিক সহযোগিতা আরো দ্রুত বৃদ্ধির আশ্বাস দেন তিনি।
পঙ্কজ শরন আরো বলেন, ‘ভারত ও বাংলাদেশকে মুক্তিযুদ্ধের সময়কার চেতনায় ফিরে যেতে হবে। সেই চেতনাকে ধারণ করে একসাথে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারণ প্রতিবেশীর সহযোগিতাপূর্ণ সম্পর্ক ছাড়া কেউ সফল হতে পারে না।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালনায় ভারতীয় হাইকমিশন বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে।’ আগামী দিনে দুই পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। স্বাগত বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্র।
অনুষ্ঠানের আগে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরন। পরে দুপুরে তিনি ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগে পরিচালিত সাংস্কৃতিক প্রকল্পের অধীনে সাংস্কৃতিক উপস্থাপনা অনুষ্ঠানে অংশ নেন করেন।