বিআরটিসির বাস বন্ধের দাবিতে রাজশাহীতে পরিবহন ধর্মঘট শুরু

রাজশাহী-বাঘা পথে বিআরটিসির দোতলা বাস এবং নওগাঁ পথে সিএনজিচালিত যানবাহন চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আজ শনিবার দুপুর ১২টার দিকে এই ধর্মঘটের ডাক দেওয়ার পর থেকে রাজশাহীর সঙ্গে রাজধানী ঢাকাসহ সব পথে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
রাজশাহী জেলা মোটর-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী জানান, কয়েক মাস আগে স্থানীয় প্রশাসনের সঙ্গে তাদের বৈঠক হয়েছিল। ওই বৈঠকে রাজশাহী-বাঘা পথে বিআরটিসির দোতলা বাস ও নওগাঁ পথে সিএনজিচালিত যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়। এরপর থেকে বাঘা পথে বিআরটিসির দোতলা বাস বন্ধ ছিল। কিন্তু শনিবার সকাল থেকে আবারও এই রুটে বিআরটিসির দোতলা বাস চলাচলের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বিষয়টি জানতে পেরে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ রাজশাহীর সব পথে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে।
তাদের দাবি মেনে না নিলে আগামীতে উত্তরাঞ্চল জুড়ে পরিবহন ধর্মঘট ডাকার হুমকি দেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি। এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।