প্রথমবারের মতো আশুগঞ্জ মহিলা আ.লীগের সম্মেলন

স্বাধীনতার পর এই প্রথম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন হলো। আজ শুক্রবার বিকেল ৫টায় হাজী আবদুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, মহিলা আওয়ামী লীগ নেত্রী নায়ার কবির, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা নিশাত, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজি মো. ছফি উল্লাহ মিয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মইন উদ্দিন, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু নাসের আহমেদ প্রমুখ।
সম্মেলন শেষে প্রধান অতিথি সংসদ সদস্য র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী আশুগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগমকে সভাপতি এবং নারীনেত্রী জোসনা চৌধুরীকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন।