আশুগঞ্জে লুট হওয়া ২১৬ বস্তা চালসহ ৩ জন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার কামাউড়ার ভাই ভাই চাতালকল থেকে লুট হওয়া ২১৬ বস্তা চাল, ট্রাকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে ঢাকার যাত্রাবাড়ী থানার পুলিশের সহায়তায় ঢাকার শনির আখড়া থেকে তাঁদের গ্রেপ্তার করে আশুগঞ্জ থানায় আনা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন স্বপন মিয়া (৩৫), রিপন খান (৩০) ও বাবু (২৫)। তাঁদের বাড়ি নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায়।
আশুগঞ্জের ভাই ভাই চাতালকলের ভাড়াটিয়া মালিক কবির বলেন, ‘গত ৬ মে রাত আনুমানিক আড়াইটায় ২০-২৫ জনের সংঘবদ্ধ ডাকাতদল আমার চাতালকলে হানা দিয়ে প্রথমে দারোয়ানদের রশি দিয়ে বেধে একটি কক্ষে আটকে রাখে। অত্যাধুনিক তালা কাটার যন্ত্র দিয়ে চাতালকলের গুদামঘরে রাখা ২১৬ বস্তা চাল ডাকাতি করে নিয়ে যায়।’
ওই ঘটনায় আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন কবির।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর বলেন, জিডি হওয়ার পর তারা লুট হওয়া ২১৬ বস্তা চাল ও ট্রাকসহ তিন ডাকাতকে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া থেকে আজ শুক্রবার ভোরে গ্রেপ্তার করেন।