‘গণতান্ত্রিক ক্ষমতা অপহরণ করতে বুলবুলকে বরখাস্ত’

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সাময়িক বরখাস্তের আদেশ বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। আজ শুক্রবার এক সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানান রাজশাহী জেলা ও মহানগর বিএনপির নেতারা।
বেলা ১১টায় রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহম্মেদ। তিনি বলেন, রাসিক মেয়র বুলবুল রাজশাহীবাসীর অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব। বিপুল ভোটে তিনি সিটি মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁকে সাময়িক বরখাস্ত করা প্রকৃতপক্ষে জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের সমষ্টিগত ইচ্ছার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। এ ঘটনাকে জনগণের গণতান্ত্রিক ক্ষমতা অপহরণ করার দুরভিসন্ধি ও ষড়যন্ত্র দাবি করেন বিএনপি নেতারা। বুলবুলকে সাময়িক বরখাস্ত করে সরকার রাজশাহীবাসীকে চপেটাঘাত করেছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার মিথ্যা মামলা করে এরই মধ্যে সিলেট ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়রকে বরখাস্ত করেছে। ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনে প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করেছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতা দখল করে সরকার একদলীয় স্বৈরশাসন পাকাপোক্ত করার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে মোসাদ্দেক হোসেন বুলবুলকে রাসিক মেয়রের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, সরকারের এমন কর্মকাণ্ড জাতিকে একদলীয় শাসন, স্বৈরতন্ত্রের শৃঙ্খলে আবদ্ধ করার চক্রান্ত মাত্র। সরকারের এ ধরনের স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের প্রতিবাদ এবং প্রতিহত না করলে অদূর ভবিষ্যতে মানুষের বাক, ব্যক্তি ও গণতান্ত্রিক অধিকার আর থাকবে না। সরকারের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসীকে প্রতিবাদ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল মনির, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান মন্টু, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জাহান পান্না, রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাবেক সভাপতি অধ্যাপক ড. ফজলুল হক প্রমুখ।
পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকার হত্যাসহ নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের চারটি মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করায় রাসিকের মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো ফ্যাক্সবার্তায় এই আদেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বিএনপির আন্দোলন চলাকালে সহিংসতা, ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় করা ১৭টি মামলায় বুলবুলকে আসামি করেছে পুলিশ। এসব মামলা থেকে গ্রেপ্তার এড়াতে তিন মাসেরও বেশি সময় ধরে আত্মগোপনে রয়েছেন বুলবুল।