রামপালে বিমানবন্দর নির্মাণে অর্থ বরাদ্দে প্রধানমন্ত্রীকে অভিনন্দন

বাগেরহাটের রামপালে খানজাহান আলী (রহ.) বিমানবন্দর নির্মাণে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ৫৪৪ কোটি টাকা বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটি ও খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপ।
আজ বুধবার খুলনায় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ কথা জানান। সংবাদ সম্মেলনে মংলা বন্দর পর্যন্ত গ্যাস সঞ্চালন লাইনে পর্যাপ্ত বরাদ্দ এবং খুলনা-মংলা রেললাইনের কাজ দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন খুলনা বিভাগীয় নৌপরিবহন মালিক গ্রুপের মহাসচিব সাইফুল ইসলাম। তিনি বলেন, মংলা বন্দরের নাব্যতা হ্রাসের ফলে পশুর চ্যানেলে বড় বড় জাহাজ আসতে পারছে না। তা ছাড়া মংলা থেকে রামপাল পর্যন্ত নাব্যতা হ্রাসের ফলে অভ্যন্তরীণ নৌযান চলাচল করতে পারছে না। মংলা থেকে নওয়াপাড়া নৌপথে চালনার মোহনাসহ বিভিন্ন স্থানে ডুবোচরে নৌ-চলাচল বিঘ্নের সৃষ্টি হচ্ছে।
সংবাদ সম্মেলনে মংলা বন্দরকে একটি আধুনিক গতিশীল বন্দরে রূপান্তরের লক্ষ্যে দিনরাত জাহাজ আগমন-নির্গমণ করতে দ্রুত সব পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
এই সময় মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান খান পল্টুসহ বিভিন্ন নৌযানের মালিকরা উপস্থিত ছিলেন।