তন্নীর খুনিদের বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও গৃহবধূ সারাহ ফারগুশান তন্নীর খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থাসহ কয়েকটি সামাজিক সংগঠন।
আজ বুধবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে ওই স্মারকলিপি দেওয়া হয়। এই সময় অ্যাডভোকেট মমিনুল ইসলাম ও অলোকানন্দ দাস, সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কুদরত-ই-খুদাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, নিহত তন্নীর মা শামীমা আক্তার বাদী হয়ে তন্নীর স্বামী সোহেল ও ননদের নাম উল্লেখ করে মামলা করলেও পুলিশ রহস্যজনক কারণে নীরব রয়েছে। পুলিশের এই ভূমিকার কারণে আসামিরা বাদীর পরিবারকে নানা ধরনের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তবে সোহেলের বাবা আবদুল গাফফার বিশ্বাস একজন সাবেক সংসদ সদস্য এবং প্রভাবশালী হওয়ায় মামলায় কোনো অগ্রগতি নেই।
গত ৮ এপ্রিল তন্নীর মৃত্যুর পর পুলিশের সুরতহাল প্রতিবেদনেও তাঁর দেহে আঘাতের কথা উল্লেখ রয়েছে। আদালতের নির্দেশে খালিশপুর থানা হত্যা মামলা রজু করার পরও পুলিশ কোনো আসামিকে আজও গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ করেনি। এই কারণে তন্নী হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।