স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

জয়পুরহাটে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সিরাজুল ইসলামকে হত্যার দায়ে চারজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ সকাল ১০টার দিকে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিজানুর রহমান জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন—জয়পুরহাট সদর উপজেলার তেঘরবিশা গ্রামের তছলিম উদ্দিন টিপলু, ফরহাদ হোসেন, হায়দার আলী এবং জয়পুরহাট শহরের দেওয়ানপাড়া এলাকার সাফিন। সাফিন ও ফরহাদ পলাতক।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৩০ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার তেঘরবিশা গ্রামে বাবা মজিবর রহমানের চায়ের দোকানে বসেছিলেন সিরাজুল ইসলাম। এমন সময় সিরাজুলকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে দণ্ডপ্রাপ্তরা।