সিফাত হত্যার বিচার দাবি ছাত্রলীগের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাতের হত্যার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে ‘বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষার্থীরা’ এই ব্যানারে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাইদুল ইসলাম রুবেল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা, সহসভাপতি মেহেদী হাসান রাসেলসহ সংগঠনের তিন শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সিফাত হত্যাকাণ্ডের দ্রুত বিচার না হলে ছাত্রলীগ আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবে। বিচার না হওয়া পর্যন্ত ছাত্রলীগ রাজপথ ছাড়বে না বলে মানববন্ধনে শপথবাক্য পাঠ করা হয়।
গত ২৯ মার্চ রাত সাড়ে ৮টার দিকে নগরীর মহিষবাথান এলাকায় আইনজীবী রমজান হোসেনের ‘স্বপ্ননীড়’ বাড়িতে যৌতুকের দাবিতে গৃহবধূ ওয়াহিদা সিফাতকে নির্যাতনের পর হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ২ এপ্রিল সিফাতের চাচা নগরীর রাজপাড়া থানায় হত্যা মামলা করেন। পুলিশ মামলার আসামি সিফাতের স্বামীকে গ্রেপ্তার করলে অন্য আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।