টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় আজ সোমবার বাস চাপায় আহত দুজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : এনটিভি
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বাস চাপায় এক সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ সোমবার বেলা আড়াইটার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, রংপুর থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের সেতুর পূর্ব পাশে ইব্রাহীম খাঁ রেল স্টেশনের কাছে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বঙ্গবন্ধু সেনানিবাসের ৩৬ বেঙ্গল রেজিমেন্টের ল্যান্স করপোরাল মমিনুল হক (২৭) নিহত হন। আহত হন আরো তিনজন। তাঁদের মধ্যে মমিনুলের শাশুড়ি সখিনা বেগমকে ঘাটাইলে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে। বাকি দুজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।