জয়পুরহাটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জয়পুরহাট জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জয়পুরহাটের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এ উপলক্ষে বিশাল র্যালি ও সমাবেশের আয়োজন হয়।
সম্মেলন উপলক্ষে সকালে অসংখ্য ব্যানার-প্ল্যাকার্ডসহ জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড র্যালি নিয়ে কমপক্ষে ১০ হাজার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন বয়সী নারী-পুরুষ সমাবেশস্থলে সমবেত হন। পরে সেখান থেকে বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে গিয়ে শেষ হয়। এর পর সেখানে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডলের (পিপি) সভাপতিত্বে দিনভর বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক রাষ্ট্রদূত ড. নিমচন্দ্র ভৌমিক। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত । বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার।
সভায় সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা ও রেশিও অনুযায়ী যাবতীয় সুযোগ-সুবিধা প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।