খুলনায় নানা আয়োজনে পালিত হচ্ছে মে দিবস

শ্রমিক-মলিক ঐক্য গড়ি, সোনার বাংলা গড়ে তুলি—এ স্লোগান সামনে রেখে সারা দেশে মহান মে দিবস পালিত হচ্ছে। খুলনায় র্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে শ্রমিক লীগ, শ্রমিক দল বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন দিনটি পালন করছে।
খুলনার বিভাগীয় শ্রম অধিদপ্তরের আয়োজনে সকাল ৮টায় নগরীর নিউমার্কেটের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। এটি বয়রায় শ্রম ভবনে গিয়ে শেষ হয়। এতে বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, জেলা প্রশাসক মো. মোস্তফা কামালসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে শ্রম দপ্তর প্রাঙ্গণে যুগ্ম শ্রম পরিচালক এম কে আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন আইআরআইর অধ্যক্ষ রেজাউল হক চৌধুরী, সহকারী শ্রম পরিচালক মো. মিজানুর রহমান, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ আলাউদ্দিন আল আজাদ, শ্রমিক লীগের জেলা সভাপতি বিএম জাফর, বাংলাদেশ ফ্রোজেন ফুড্স এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সহসভাপতি শেখ মো. আবদুল বাকি, জুট মিলের মালিক মো. ফজলুর রহমান শরীফ, জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল এবং বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।