পিরোজপুরে জঙ্গিবিরোধী বিক্ষোভ

সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে আজ পিরোজপুরে নানা কর্মসূচি পালিত হয়েছে। ছবি : এনটিভি
সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদবিরোধী জনমত গঠনে আলোচনা সভা করেছে পিরোজপুরের জেলা প্রশাসন ও জেলা তথ্য কার্যালয়।
আজ বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ।
এ দিকে বাংলাদেশ বার কাউন্সিলের আহ্বানে জঙ্গিবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে পিরোজপুরের আইনজীবীরা।
জেলা আইনজীবী সমিতির সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন আইনজীবী সমিতির সভাপতি এস এম বেলায়েত হোসেন, সম্পাদক আহসানুল কবির বাদল, আইনজীবী সমিতির সাবেক সভাপতি চন্ডিচরণ পাল, সরকারি কৌশলী খান মো. আলাউদ্দিন প্রমুখ।