উত্তরায় সাকির সমর্থকদের ওপর হামলা

রাজধানীর উত্তরায় ১ নম্বর ওয়ার্ডে মেয়র পদপ্রার্থী জোনায়েদ সাকির কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এদের মধ্যে আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার এ ঘটনা ঘটেছে বলে সাকির নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকা উত্তরায় টেলিস্কোপ মার্কার কর্মী ও পোলিং এজেন্টরা কাগজপত্র নিয়ে যাওয়ার সময় যুবলীগের কর্মীরা হামলা চালিয়ে জাহিদ সুজন, প্রত্যয়ী মিজান ও ভ্যানচালক মোহাম্মদ সোহলকে আহত করে। আহত জাহিদ সুজনকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া সন্ত্রাসীরা কালাচাঁদপুরে টেলিস্কোপ মার্কার কর্মী আওলাদ হোসেনকে ব্যাপক মারধর করে। এমনকি বিভিন্ন স্থান থেকে টেলিস্কোপ মার্কার পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে। সেইসঙ্গে কর্মীদের হুমকি দিয়ে, পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে নির্বাচন থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে।
এমনকি নির্বাচন কমিশন ভীতিমুক্ত পরিবেশ সৃষ্টির কোনো চেষ্টাই করেনি বলেও ওই বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়।
এ পরিস্থিতিতে ঢাকা উত্তরের ভোটারদের প্রতি এক বিবৃতিতে পরিবর্তনের রাজনীতির সূচনা করতে টেলিস্কোপ মার্কায় ভোট দিয়ে নাগরিক মর্যাদা প্রতিষ্ঠার ডাক দিয়েছেন জোনায়েদ সাকি । তিনি বলেন, ‘তিনি মেয়র নির্বাচিত হলে নগর-কর্তৃপক্ষ নাগরিকদের পাওনা প্রতিটি অধিকার বুঝিয়ে দেবে, নাগরিকদেরও উদ্বুদ্ধ করবে নগরীর প্রতি তাদের দায়িত্বটুকু পালন করবার জন্য।’