সালাহ উদ্দিনকে ফেরত দেওয়ার দাবিতে চকরিয়ায় মানববন্ধন

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ফেরত দেওয়ার দাবিতে আজ সোমবার কক্সবাজারের চকরিয়ায় মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি
‘নিখোঁজ’ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফেরত দেওয়ার দাবিতে কক্সবাজারের চকরিয়ায় মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে চকরিয়া পৌর এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ‘সালাহ উদ্দিন মুক্তি আন্দোলনের’ ব্যানারে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন করেন।
সালাহ উদ্দিন মুক্তি আন্দোলনের সমন্বয়ক সাইফুল ইসলাম চৌধুরীর পরিচালনায় আয়োজিত মানববন্ধনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।