আশুলিয়া কমার্স ব্যাংকে ফের কার্যক্রম শুরু
ডাকাতদের হামলায় দুই কার্যদিবস বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া বাজার শাখার কার্যক্রম। গত মঙ্গলবারের এ হামলায় ব্যাংকের নিহত ব্যবস্থাপক ওয়ালীউল্লাহর জায়গায় যোগ দিয়েছেন ফিরাজ আহমেদ। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আজ রোববার ব্যাংকটি পরিদর্শন করেন।
ব্যাংকটি খুললেও ব্যাংকের ভেতরে থাকা কর্মকর্তাদের মাঝে এখনো আতঙ্ক বিরাজ করছে। আজ সকালে ব্যাংকটির ভেতরে ধুয়েমুছে পরিষ্কার করা হয়েছে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে গ্রাহকদের ব্যাংক থেকে টাকা তুলতে দেখা গেছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাংকটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
গত মঙ্গলবার সাভারের এ ব্যাংকে ডাকাতির সময় বোমা ও গুলিতে ব্যাংকে ম্যানেজার ও নিরাপত্তারক্ষীসহ সাতজন নিহত হয় এবং ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান। এ হামলায় আহত হয় ২০ জন। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে আশুলিয়া থানায় দুটি মামলা করা হয়েছে।