কক্সবাজারে আ. লীগ নেতা খুন, আটক ১

কক্সবাজারের টেকনাফ উপজেলায় আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শফিক আহাম্মদ (৪০) উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদের সদস্য এবং একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
গত শনিবার রাত ৯টার দিকে টেকনাফের হ্নীলা রঙ্গিখালী বাজারে এ ঘটনা ঘটে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, শফিক রঙ্গিখালী বাজারের একটি দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েক ব্যক্তি এসে তাঁকে লক্ষ্য করে ২০-২৫ রাউন্ড গুলি ছোড়ে। তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শফিকের বাবা কবির আহাম্মদ অভিযোগ করে বলেন, স্থানীয় লাদেন, জিন্না, ভুলাইয়া বৈদ্যসহ ২০-২৫ জন সন্ত্রাসী তাঁর ছেলেকে গুলি করে হত্যা করেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ রোববার ভোরে পুলিশ অভিযান চালিয়ে রঙ্গিখালী গ্রামের আবুল বশরকে আটক করা হয়। এ ছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও খুঁজে বের করতে অভিযান চলছে।’