শিক্ষকের কাছে চাঁদা দাবি, পিস্তলসহ যুবলীগ নেতা আটক

রাজশাহীর পুঠিয়া উপজেলার সরিষাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবির সময় জিউপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাহুল খানকে আটক করে পুলিশ। ছবি : এনটিভি
রাজশাহীর পুঠিয়া উপজেলায় একটি স্কুলের প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবির সময় পিস্তল ও গুলিসহ এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটক রাহুল খান উপজেলার জিউপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সরিষাবাড়ী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান এনটিভি অনলাইনকে জানান, রাহুল খান সরিষাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী সরদারের কাছে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় প্রধান শিক্ষক দাবীকৃত টাকা দিতে অস্বীকার করলে তাঁকে পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন রাহুল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও একটি ম্যাগাজিনসহ রাহুলকে আটক করে।
এ ঘটনায় প্রধান শিক্ষক আফসার আলী সরদার বাদী হয়ে একটি মামলা করেছেন বলে জানান পরিদর্শক।