রাবি অফিসার সমিতি নির্বাচনে বিএনপিপন্থীদের জয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অফিসার সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি-জামায়াতপন্থী প্যানেল। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটগ্রহণ শেষে বিকেল সাড়ে ৫টায় নির্বাচন কমিশনার জিয়াউল আলম ফলাফল ঘোষণা করেন।
এতে সমিতির ১৯টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদে বিএনপি- জামায়াতপন্থী প্যানেল এবং কোষাধ্যক্ষসহ চারটি পদে আওয়ামী লীগপন্থী প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।
নির্বাচনে সভাপতি পদে ডা. মাসিউল আলম বাবু এবং এ কে এম নজরুল ইসলাম শেলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া একই প্যানেল থেকে সহ-সভাপতি পদে এম জাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মোক্তার হোসেন, প্রচার সম্পাদক সৈয়দ আবু রাশেদ মো. বখতিয়ার আলী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মজিবুর রহমান, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক ড. হাবিবা হায়দার লিচু, সাংগঠনিক সম্পাদক মো. বজলুর রশিদ এবং সদস্য পদে ডা. মো. শামীম হেসেন চৌধুরী, আমিনুর রশিদ জিন্নাহ, মো. রোকনুজ্জামান মামুন, মো. মমতাজুর রহমান ও মো. সুলতান আলী বিজয়ী হয়েছেন।
এ ছাড়া আওয়ামী লীগপন্থী প্যানেল থেকে কোষাধ্যক্ষ পদে মো. সাইয়েদুল হক খন্দকার, সদস্য পদে হাসিন আহাম্মেদ, গোলাম মোস্তফা ও মো. রাব্বেল হোসেন নির্বাচিত হয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপের (সাদা দল) আহ্বায়ক অধ্যাপক ড. শামসুল আলম সরকার, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ড. কে বি এম মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন।