বাকৃবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
নানা আয়োজনে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
পতাকা উত্তোলনের পর ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাস ঘুরে ব্রহ্মপুত্র নদের পারে গিয়ে শেষ হয়। সেখানে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
এর আগে প্রশাসনিক ভবনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. জসিম উদ্দিন, উদযাপন কমিটির আহ্বায়ক ও ছাত্রবিষযক উপদেষ্টা ড. এস ডি চৌধুরী, রেজিস্ট্রার সাইফুল ইসলাম প্রমুখ।