খুলনার উন্নয়নে বাজেটে অতিরিক্ত অর্থ বরাদ্দের দাবি

আসন্ন ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেটে খুলনার উন্নয়নের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে বৃহত্তর খুলনা সংগ্রাম সমন্বয় কমিটি। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটি এ দাবি জানায়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি শেখ আশরাফুজ্জামান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘বিভাগীয় শহর খুলনায় আজ গ্যাস সরবরাহ নেই, বিমানবন্দর প্রতিষ্ঠা পায়নি, ব্রিটিশ আমলে স্থাপিত খুলনা রেলস্টেশনের আজও আধুনিকায়ন হয়নি। দেশের অন্য যে কোনো বিভাগীয় শহর থেকে খুলনা অবহেলিত ও উন্নয়নের ক্ষেত্রে বারবার বঞ্চিত হয়েছে।’
সংগঠনের সভাপতি শেখ আশরাফুজ্জামান বাজেটে এ অতিরিক্ত বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় সংগঠনের মহাসচিব শেখ মোশারেফ হোসেনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।